ফের আরজি কর কাণ্ড নিয়ে সরব দেব। এদিন ঘাটালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব প্রশ্ন তোলেন, 'আমাদের দেশে এতগুলো প্রকল্প রয়েছে নারীদের জন্য। তাও এই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারছি না। কেন এই দুরবস্থা?' পাশাপাশি তিনি জানান, এই কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও-এর কোনও মানে নেই, যদি আমরা আমাদের দেশের মেয়েদের না বাঁচাতে পারি। তাই এই আন্দোলনকে এমন ভাবে দেখতে চাই যে, ভারতের মানুষ আগামী ১০০ বছর মনে রাখবে। তারা মনে রাখবে এই আন্দোলনের হাত ধরেই ধর্ষণ বিরোধী আইন হয়েছে। এই আন্দোলনের পর আর কোনও তিলোত্তমা বা নির্ভয়া নাম দিতে হবে না।’