Advertisement

আফগানিস্তানে কোনও বাঙালি আটকে আছে? পদক্ষেপ নবান্নর

আফগানিস্তানে কোনও বাঙালি আটকে রয়েছে কি না সেই সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দিল নবান্ন। পাশাপাশি, এই রাজ্যে আফগানিস্তানের কতজন রয়েছেন, সেই হিসেবও চাওয়া হয়েছে।

নবান্ন
জ্যোতির্ময় দত্ত
  • ,
  • 18 Aug 2021,
  • अपडेटेड 3:13 PM IST
  • আফগানিস্তানে কোনও বাঙালি আটকে রয়েছে?
  • তা নিয়ে খোঁজ নেওয়ার জন্য জেলা শাসকদের নির্দেশ নবান্নর
  • রাজ্যে কতজন আফগানিস্তানের বাসিন্দা রয়েছেন, সেই সম্পর্কেও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হল

আফগানিস্তানে কোনও বাঙালি আটকে রয়েছে কি না সেই সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দিল নবান্ন। পাশাপাশি, এই রাজ্যে আফগানিস্তানের কতজন রয়েছেন, সেই হিসেবও চাওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত রাজ্যের কারও কাবুলে আটকে থাকার কোনও তথ্য নেই। তা সত্ত্বেও জেলাশাসকদের এই বিষয়ে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : এবার থেকে NDA Exam দেবেন মেয়েরাও, কী এই পরীক্ষা?

এখন তালিবানের কব্জায় আফগানিস্তান। জেহাদিদের শাসনে জেরবার ‘কাবুলিওয়ালা’র দেশ। এই অবস্থায় বাংলার কেউ এই সংকটকালে সেই দেশে  আটকে রয়েছে কি না তা নিয়ে চিন্তিত রাজ্য প্রশাসন। জেলাশাসকদের জানানো হয়েছে, কেউ যদি এসে জানান যে সেখানে তাঁদের আত্মীয় কেউ আটকে পড়েছেন, তাঁদের নাম ঠিকানা, আফগানিস্তানের কোন জায়গায় আটকে রয়েছেন, তার বিস্তারিত তথ্য, ফোন নম্বর নিয়ে সরাসরি প্রশাসনের শীর্ষমহলে জানাতে। সেই তথ্য দিল্লিকে জানানো হবে। 

আফগানিস্তানে আটকে রয়েছে কোনও বাঙালি? চিন্তিত রাজ্য প্রশাসন

এই মুহূর্তে আফগানিস্তান থেকে সব ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানোর বিষয়ে তৎপর হয়েছে দিল্লি। তাই এই রাজ্যের কেউ আটকে থাকলে, তা সরাসরি দিল্লিকে জানানো হবে বলে নবান্ন সূত্রে খবর। একইসঙ্গে বাংলায় থাকা আফগানদের কোনও প্রয়োজন হলে, তাও নজরে রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। 

আরও পড়ুন : মমতার Pegasus তদন্ত কমিটি: স্থগিতাদেশের আবেদন খারিজ SC-র

পাশাপাশি কলকাতা পুলিশও খোঁজ রাখছে, শহরের কোনও বাসিন্দা সেখানে আটকে পড়েছেন কি না। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ব্যবসা ও নানা কাজে জড়িত থাকা আফগান নাগরিকরা বসবাস করেন। তাঁরা সকলেই নিজেদের দেশের পরিস্থিতি দেখে যেমন উদ্বিগ্ন, তেমনই ব্যথিত। দেশে ফেলে আসা পরিবারের জন্য ঘুম নেই তাঁদের চোখে। দিনরাত কাটছে দুশ্চিন্তায়। বাংলার সঙ্গে ‘কাবুলিওয়ালা’দের দীর্ঘ সুসম্পর্ক। এই অবস্থায় তাঁদের কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে যেন প্রশাসন সহযোগিতার হাত বাড়ায়, সে বিষয়েও নির্দেশ দিয়েছে নবান্ন। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement