Pegasus-কাণ্ডে দেশের মধ্যে সবথেকে প্রথম তদন্ত কমিটি গড়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই তদন্ত কমিটির উপর স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। তবে এই তদন্ত কমিটিকে নিয়ে শুনানি শোনার আর্জিকে মান্যতা দিয়েছে আদালত।
Pegasus নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের গঠিত তদন্ত কমিটি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই মঙ্গলবার কেন্দ্র ও সরকারকে নোটিশও পাঠিয়েছে আদালত। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে রাজ্যের কাছে জবাব তলব করেছেন প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ।
আরও পড়ুন : দেশের প্রথম মহিলা CJI হতে পারেন নাগারাথনা, কে ইনি?
মামলাকারীদের পক্ষে আইনজীবী সৌরভ মিশ্র এদিন আদালতের কাছে আর্জি জানান, পশ্চিমবঙ্গ যে কমিটি গড়েছে তা যেন ভেঙে দেওয়া হয়। তিনি বেঞ্চকে বলেন, পেগাসাসের মতো একটি ইস্যু নিয়ে তদন্ত করার অধিকার নেই রাজ্যের। এটা তাদের এক্তিয়ারে পড়ে না। সব শুনে বিচারপতিদের নির্দেশ, এখনই পশ্চিমবঙ্গের গড়া কমিটি ভাঙা হবে না। তাদের জবাব শোনা হবে।
সুপ্রিম কোর্ট আরও জানায় পেগাসাসের মূল মামলার সঙ্গেই পশ্চিমবঙ্গ সরকারের কমিটি সংক্রান্ত বিষয়টিও শোনা হবে। পরবর্তী শুনানি হবে ২৫ অগাস্ট।
আরও পড়ুন : Neeraj Chopra : জ্বর নিয়ে হাসপাতালে নীরজ, সংবর্ধনা মঞ্চেই অসুস্থ
পেগাসাস কাণ্ড সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটি গড়েছেন। কমিটি গড়ার নির্দেশ দিয়ে তিনি জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম বি লোকুর ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে কমিশন গড়া হবে।
তিনি সেদিন বলেছিলেন, 'দেশের অনেক রাজনৈতিক নেতা, সাংবাদিক,শিল্পপতির ফোনে আড়ি পাতা হয়েছে। আমরা সংসদে বিক্ষোভ দেখিয়েছি। কিন্তু কেন্দ্র কোনো ভ্রæক্ষেপ করেনি। তাই আমি দিল্লি যাওয়ার আগে কমিশন গঠন করে দিলাম। আমরাই প্রথম রাজ্য, যারা এ ঘটনায় কমিশন গঠন করল। আশা করি, বাকিরাও আমাদের দেখে এগিয়ে আসবে। কেউ না জাগলে তো তাকে জাগাতে হবে।'