Advertisement

ক্ষুব্ধ অর্জুন, উত্তর ২৪ পরগনায় শক্তি বাড়বে TMC-র?

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে অর্জুন সিং (Arjun Singh) বলেন,"আমি জুট ইন্ডাস্ট্রিতে জন্মেছি, চাকরি করেছি। ভারতীয় জনতা পার্টির সাংসদ। আমিও সরকারের একটা অংশ। চোখের সামনে দেখছি, জুট শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। একজন মন্ত্রী দেখেও দেখছেন না।" এরপরেই অর্জুনের হুঁশিয়ারি, "কেন্দ্র যদি এটা ঠিক না করে, আমাদের রাস্তায় নামতে হবে।"

অর্জুন সিং
Aajtak Bangla
  • উত্তর ২৪ পরগনা,
  • 26 Apr 2022,
  • अपडेटेड 12:09 PM IST
  • অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে জল্পনা
  • কেন্দ্রীয় মন্ত্রীকে নিশানা
  • তৃণমূলে ফিরবেন ব্যারাকপুরের সাংসদ?

মকুলু রায়, শুভ্রাংশু রায়, সব্যসাচী দত্ত, বিশ্বজিৎ দাসের তৃণমূলে 'ঘর ওয়াপসি' ঘটেছে আগেই। মাঝে বিজেপি সাংসদ (BJP MP) শান্তনু ঠাকুরের কাজকর্মও অস্বস্তি বাড়িয়েছিল দলের। আর এবার 'বেসুরো' ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পাটশিল্প তথা চটশিল্প নিয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধেই সরব হলেন অর্জুন সিং। 

কী বলেছেন অর্জুন সিং?

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে অর্জুন সিং (Arjun Singh) বলেন,"আমি জুট ইন্ডাস্ট্রিতে জন্মেছি, চাকরি করেছি। ভারতীয় জনতা পার্টির সাংসদ। আমিও সরকারের একটা অংশ। চোখের সামনে দেখছি, জুট শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। একজন মন্ত্রী দেখেও দেখছেন না।" এরপরেই অর্জুনের হুঁশিয়ারি, "কেন্দ্র যদি এটা ঠিক না করে, আমাদের রাস্তায় নামতে হবে।" কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে ব্যারাকপুরের সাংসদ আরও বলেন, "উনি আকাশ পুত্র, আমি ধরিত্রী পুত্র, আলটিমেটাম দিয়েছি। দাবি না মানলে, আন্দোলনে নামবো। মানুষ আমাকে সাংসদ বানিয়েছে।" 

অর্জুনের মুখে মমতার প্রসঙ্গ

এখানেই শেষ নয়, এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রসঙ্গও টেনে আনেন অর্জুন সিং। তিনি বলেন, "বাংলায় যত ট্রেড ইউনিয়ন আছে, তাদের সবার সাহায্য দরকার। মুখ্যমন্ত্রী আমাদের ডাকেন না। উনি ডাকলেও যদি এই কথা বলতে হয় বলবো। যৌথ লড়াই দরকার। না হলে জুট শিল্প বাঁচবে না।" এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এই বিষয়ে কেন্দ্রের ওপরে চাপ সৃষ্টির আবেদন করবেন বলেও জানান বিজেপি সাংসদ। 

অর্জুন সিংয়ের এই মন্তব্যের পরেই জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ বঙ্গ রাজনীতিতে বরাবরই বিশেষ গুরুত্বপূর্ণ উত্তর ২৪ পরগনা জেলা। বাম আমল হোক বা তৃণমূল জমানা, সব সময়ই এই জেলা থেকেছে সমসাময়িক শাসকদলের শক্ত ঘাঁটি। তবে গত কয়েক বছরে সেখানে অনেকটাই উত্থান দেখা যায় বিজেপির। আবার ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ের পর ওই জেলায় হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করে নেয় তৃণমূল (TMC)। এর মাঝে অর্জুন সিংয়ের এহেন মন্তব্যের জেরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তিনিও এবার পুরনো দলের পথে? তাহলে কি উত্তর ২৪ পরগনায় আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিতে চলেছে তৃণমূল? উত্তর দেবে সময়।

Advertisement

আরও পড়ুনএই গাছ থেকে সৃষ্টি হয়েছে ঝরনা! কান্ড থেকে জলের তোড়


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement