Advertisement

বাবুল ইস্যুতে বেকায়দায় রাজ্য BJP? প্রসঙ্গ এড়িয়ে গেলেন দিলীপ

দল ছাড়তে পারেন সেই জল্পনা উস্কে ফেসবুকে পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। লিখেছেন 'চললাম, জনসেবা করার জন্য রাজনীতি করার প্রয়োজন নেই।' বাবুলের এই পোস্টের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, বাবুল সুপ্রিয় এখনও দলের সাংসদ ও সদস্য। তাঁদের কাছে বাবুলের দল ছাড়ার কোনও খবর নেই।

দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jul 2021,
  • अपडेटेड 6:03 PM IST
  • দল ছাড়তে পারেন সেই জল্পনা উস্কে ফেসবুকে পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়
  • খেছেন 'চললাম, জনসেবা করার জন্য রাজনীতি করার প্রয়োজন নেই।'
  • বাবুলের এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

দল ছাড়তে পারেন সেই জল্পনা উস্কে ফেসবুকে পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। লিখেছেন 'চললাম, জনসেবা করার জন্য রাজনীতি করার প্রয়োজন নেই।' বাবুলের এই পোস্টের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, বাবুল সুপ্রিয় এখনও দলের সাংসদ ও সদস্য। তাঁদের কাছে বাবুলের দল ছাড়ার কোনও খবর নেই। 

এরপর সাংবাদিকরা বাবুলের প্রসঙ্গে ফের প্রশ্ন করলে কিছুটা বিরক্ত হন দিলীপ। বলেন, 'অন্য প্রশ্ন থাকলে করুন। না হলে সাংবাদিক বৈঠক আমি এখানেই শেষ করব।' স্বাভাবিকভাবেই পরিষ্কার, বাবুল সুপ্রিয়র প্রসঙ্গে বেশ অস্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই জন্যই বাবুলের প্রসঙ্গে এড়িয়ে যেতে চাইছেন দিলীপ। যদিও অনেকের দাবি, বাবুল সুপ্রিয় এখনও দলের সাংসদ ও সদস্য বলে দিলীপ ঘোষ যে দাবি করেছেন তা সত্যি। কারণ, বাবুল হয়তো দিল্লির নেতাদের কাছে নিজের দর বাড়ানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুন : Utsashree পোর্টালে কীভাবে ট্রান্সফারের আবেদন করবেন শিক্ষকরা? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, ফেসবুক পোস্টে বাবুল লেখেন, "চললাম। সবার সব কথা শুনলাম - বাবা, (মা) স্ত্রী, কন্যা, দুএকজন প্রিয় বন্ধুবান্ধব। সবটুকু শুনে বুঝেই অনুভব করেই বলি,  তৃণমূল, কংগ্রেস কিংবা সিপিএম। কোথাও নয় এটা কনফার্ম করছি। কেউ আমাকে ডাকেওনি। আমিও কোথাও যাচ্ছি না। আমি একজন দলের খেলোয়াড়। আমি একজন দলের খেলোয়াড়। আমি সবসময় মোহনবাগানকে সাপোর্ট করি।  পশ্চিমবঙ্গের বিজেপিতেও ছিলাম আমি। চললাম 'বেশ কিছু সময়ে তো থাকলাম'.. কিছু মন রাখলাম কিছু ভাঙলাম.. কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম।' 

রবিবার রাজ্য বিজেপির তরফে কলকাতায় একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কিন্তু, পুলিশ তার অনুমতি দেয়নি। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'রাজ্যের পুলিশ কোনওদিনই বিজেপিকে অনুমতি দেয়নি। এবারও দেয়নি। আমরা আমাদের কর্মসূচির কথা পুলিশকে জানিয়েছি। এবার তাদের ব্যাপার। অলিম্পিক্সের জন্য এই দৌড় আমরা রেখেছি। এখানে পুলিশের আপত্তি জানানোর কিছু নেই। দৌড়োনোর জন্যও কি পুলিশের অনুমতি নিতে হবে? রাজ্যে কি জরুরি অবস্থা চলছে নাকি? পুলিশ আমাদের অনুমতি না দিলেও আপত্তি নেই। পুলিশকর্মীরা আমাদের পিছন পিছন দৌড়োবেন। তাতে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement