Advertisement

মালদায় BJP-কংগ্রেসে বড় ভাঙন! TMC-তে যোগ কয়েক হাজার নেতা-কর্মীর

বিজেপির জেলা পরিষদ সদস্যা জুথীকা মন্ডল সরকার, মালদা জেলা বিজেপির এসসি মোর্চার সহসভাপতি প্রশান্ত সরকার, যুব মোর্চা সহসভাপতি প্রসেনজিৎ সিংহ সহ গেরুয়া শিবিরের বিভিন্ন স্তরের শতাধিক কার্যকর্তা যোগ দেন তৃণমূলে। পাশাপাশি হবিবপুর ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির ৪ জন সদস্য, হবিবপুর ও কানতুরকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোট চারটি অঞ্চলের প্রায় ১৫০০ কংগ্রেসেরও মৌসুম নূরের হাত ধরে তৃণমূলে আসেন।

তৃণমূলে যোগদান
মিল্টন পাল
  • মালদা,
  • 21 Jun 2021,
  • अपडेटेड 12:13 PM IST
  • তৃণমূলে যোগদান অব্যাহত
  • মালদায় বিজেপি ও কংগ্রেসে বড় ধস
  • তৃণমূলে যোগ দিলেন বহু নেতা কর্মী

বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগদানের ধারা অব্যাহত। এবার তৃণমূলে যোগ দিলেন মালদায় (Malda) বিজেপির এসসি মোর্চার সহসভাপতি সহ শতাধিক কার্যকর্তা। এছাড়াও কংগ্রেসের প্রধান সহ প্রায় দেড়হাজার কর্মী সর্মথকও যোগ দেন তৃণমূলে। মালদার হবিবপুর বিধানসভার রাইস মিল হাটে এক অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর ও কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা।

জানা গিয়েছে, বিজেপির জেলা পরিষদ সদস্যা জুথীকা মন্ডল সরকার, মালদা জেলা বিজেপির এসসি মোর্চার সহসভাপতি প্রশান্ত সরকার, যুব মোর্চা সহসভাপতি প্রসেনজিৎ সিংহ সহ গেরুয়া শিবিরের বিভিন্ন স্তরের শতাধিক কার্যকর্তা যোগ দেন তৃণমূলে। পাশাপাশি হবিবপুর ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির ৪ জন সদস্য, হবিবপুর ও কানতুরকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোট চারটি অঞ্চলের প্রায় ১৫০০ কংগ্রেসেরও মৌসুম নূরের হাত ধরে তৃণমূলে আসেন। মৌসম ছাড়াও এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মিশ্র, বামনগোলা ব্লকের তৃণমূলের সভাপতি অশোক সরকার সহ জেলার অন্যান্য নেতৃত্ব।
 
জেলার তৃণমূল (TMC) সভানেত্রী মৌসম নূর বলেন, "মহা যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কারণ তাঁরা বুঝতে পেরেছেন বিজেপি কংগ্রেসে থেকে কাজ করা যায় না। সেই কারণে মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তাঁরা তৃণমূলে যোগদান করছেন। মানুষের কাজ করতে হলে আগামদিনে আরও অনেকে তূণমূলে আসবেন।" ভবিষ্যতে হবিবপুর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে আসতে চলেছে বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, হবিবপুর বামনগোলা বিজেপির গড় বলে পরিচিত। সেই গড়ে ভাঙন ধরাল তৃণমূল। যদিও বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, "আমাদের দলের কেউ যায়নি। তৃণমূল ক্ষমতায় আসার পর জেলার বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে দলে নিয়ে যাচ্ছে। এটা কোনও সংস্কৃতি নয়। আর যদি কেউ মন থেকে দল পরিবর্তন করে তাহলে তাকে আটকানোর কোনও বিষয় নেই। আমরা সমস্ত বিষয় রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।" অন্যদিকে জেলা কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক কালীসাধন রায় বলেন, "এটা রাজনীতি নয় অপসংস্কৃতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভয় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে রাজ্যর শাসকদল। আর কেউ যদি যায় তাহলে আটকানোর ক্ষমতা কারও নেই।" যাঁরা দলবদল করছেন তাঁদের অর্থের লোভ রয়েছে বলেও কটাক্ষ করেন কালীসাধনবাবু। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement