Advertisement

রূপা TMC-তে যাচ্ছেন? দিলীপ বললেন, 'বড় নেতা-নেত্রীদের খবর রাখি না'

রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন কিনা এই বিষয়ে বুধবার দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেটা উনি বলতে পারবেন, আমার জানা নেই। কোন বড় নেতানেত্রীর খুব একটা খেঁজখবর রাখি না আজকাল। আমি কাউকে গালাগালি করি না। এগুলো যাঁর যাঁর মনের বিষয়, তাঁরা ঠিক করুন কোথায় যাবেন, কোথায় থাকবেন, আমরা যে পার্টিটা করছি, ওটাই মন দিয়ে করি।" 

রূপা গঙ্গোপাধ্যায় ও দিলীপ ঘোষ
শঙ্খ দাস
  • কলকাতা,
  • 06 Jul 2022,
  • अपडेटेड 12:31 PM IST
  • কুণাল-রূপা সাক্ষাৎ নিয়ে জল্পনা
  • রূপা কি দলবদল করবেন?
  • প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ

তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। পদ্ম ছেড়ে রূপা কি হাতে তুলে নেবেন ঘাসফুলের পতাকা? ২১শে জুলাই-ই কি হবে দলবদল? এই ধরনের বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে। তারই মাঝে এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। 

রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন কিনা এই বিষয়ে বুধবার দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেটা উনি বলতে পারবেন, আমার জানা নেই। কোন বড় নেতানেত্রীর খুব একটা খেঁজখবর রাখি না আজকাল। আমি কাউকে গালাগালি করি না। এগুলো যাঁর যাঁর মনের বিষয়, তাঁরা ঠিক করুন কোথায় যাবেন, কোথায় থাকবেন, আমরা যে পার্টিটা করছি, ওটাই মন দিয়ে করি।" 

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, এবার কি তাহলে সেলিব্রিটিদের দলে নেওয়া কমাবে রাজনৈতিক দলগুলি? উত্তরে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি (Dilip Ghosh) জানান, "পার্টি নিজের প্রয়োজনে নেয়, আবার সেলিব্রিটিরাও অনেক সময় নিজেদের প্রয়োজনে আসেন। সেটা পরিস্থিতির ওপর নির্ভর করে, পার্টির ওপর নির্ভর করে, সব পার্টি নেয় এমনটা নয়। সাধারণত প্রচারের জন্য নেওয়া হয়। আগামী নির্বাচন যখন আসবে তখন পার্টিই সব ঠিক করবে কাকে নেবে না নেবে, এখন থেকে কিছু বলা মুশকিল।" 

যদিও যাঁর দলবদল নিয়ে এত জল্পনা, সেই রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) নিজে কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। রূপা জানান, তিনি নরেন্দ্র মোদীর অন্ধ ভক্ত। তাই অন্য কোনও দলে যাওয়ার প্রশ্নই নেই। অন্যদিকে এই সাক্ষৎ নিয়ে কুণাল ঘোষের দাবি, একটি অনুষ্ঠানে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। শুধুই সৌজন্য সাক্ষাৎ। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। যদিও রাজনৈতিকমহল মনে করছে এই সমস্ত জল্পনার উত্তর দেবে ভবিষ্যত। 

Advertisement

আরও পড়ুনএভাবেও খাওয়া যায় কাঁচা কলা, দিনভর শরীরে এনার্জি থাকবে ভরপুর

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement