Advertisement

দিদিমণি ও অভিষেককে কেউ বাঁচাতে পারবে না, হুঁশিয়ারি শুভেন্দুর

'রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে। একাধিক পুলিশ কর্তার নাম রয়েছে সেই মামলায়। দিদিমণি ও অভিষেককে কেউ বাঁচাতে পারবে না।' সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসা ও BJP-র নেতা-কর্মীদের নামে মামলার প্রতিবাদে SP অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী
তাপস ঘোষ
  • তমলুক,
  • 19 Jul 2021,
  • अपडेटेड 5:24 PM IST
  • রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর
  • মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড় পাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি
  • পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকেও একহাত নেন রাজ্যের বিরোধী দলনেতা

'রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে। একাধিক পুলিশ কর্তার নাম রয়েছে সেই মামলায়। দিদিমণি ও অভিষেককে কেউ বাঁচাতে পারবে না।' সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসা ও BJP-র নেতা-কর্মীদের নামে মামলার প্রতিবাদে SP অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

তিনি আরও বলেন, 'আপনাদের হাতে রাজ্য সরকার থাকলে, আমাদের হাতে কেন্দ্র সরকার আছে। তাই ভয় দেখাবেন না।' শুভেন্দুর অভিযোগ, এই জেলায় এক বাচ্চা ছেলেকে পাঠানো হয়েছে। দেখে দেখে আমাদের নেতা কর্মীদের নামে মামলা দিচ্ছে। এখনও সময় আছে সচেতন হন। না হলে ভবিষ্যৎ খারাপ হবে।'

আরও পড়ুন : ২৪-এর 'খেলা শুরু' একুশেই! মোদীর গুজরাতে মমতা-ভাষণ

জেলা পুলিশকেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। SP-কে লক্ষ্য করে বলেন 'আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এমন কিছু কাজ করবেন না, যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলা গিয়ে ডিউটি করতে হয়।' ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন, ১ লাখ মানুষের জমায়েত করবেন বলেও জানান তিনি।  

জেলাজুড়ে BJP কর্মীদের উপর তৃণমূলের গুন্ডাদের বর্বরোচিত আক্রমণ, জাল ভ্যাকসিন কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার  অভিযোগে আজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেন শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক প্রমুখ। বিক্ষোভ ও ডেপুটেশন ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিস চত্বরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা।

প্রসঙ্গত, গতকাল পূর্ব মেদিনীপুরের এক সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেছিলেন শুভেন্দু। ভোটে খারাপ ফলাফলের জন্য সমালোচনা করেছিলেন দলেরই একাংশের। তবে কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন তিনি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement