রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ করলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ। BSF-র সীমানা বাড়ানো ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। তারই পরিপ্রেক্ষিতে মমতাকে আক্রমণ করলেন সৌমিত্র।
আরও পড়ুন : জঙ্গি হামলায় শহিদ জওয়ানকে গান স্যালুট, কান্নায় ভেঙে পড়ল গ্রাম
সীমান্তবর্তী রাজ্যগুলিতে BSF-এর এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই নিয়ম লাগু পশ্চিমবঙ্গের উপর হবে বলেও জানিয়েছে কেন্দ্র। তারই বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকেও। সেই ইস্যুতে কথা বলতে গিয়ে সৌমিত্র খাঁ বলেন, মমতা 'জঙ্গিদের রাজনৈতিক মা'। তাঁর আরও সংযোজন, বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ধর্মশালায় পরিণত করতে চাইছেন।
আরও পড়ুন : China Corona : চিনে ফের বাড়ছে Corona-র সংক্রমণ, জারি সতর্কতা
ওই BJP সাংসদের কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিদের রাজনৈতিক মা। কারণ, CAA সংসদে পাশ হয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করেছেন। NRC-রও বিরোধিতা করেছেন। কারণ, তিনি রাজ্যকে ধর্মশালায় পরিণত করে দিতে চান। এই দেশটা কি ধর্মশালা যে, রোহিঙ্গারা দিনের পর দিন প্রবেশ করবে আর সরকারের টাকা খরচ করবে?'
সৌমিত্র খাঁ আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের বড় সমর্থক। কারণ তিনি দেশের একতা ভাঙতে চান। আর BSF-র হাতে ক্ষমতা বেশি দেওয়া হলে সীমান্তে নিরাপত্তা আরও কঠোর হবে। রোহিঙ্গারা প্রবেশ করতে পারবে না। এতে বেজায় ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী।'