Advertisement

ভোট গণনার আগেই ভাঙড়ে উদ্ধার বোমা

ভোট গণনার আগেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। গতকাল রাতে অভিযান চালিয়ে ভাঙড়ের একাধিক এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ।

Bhangor
প্রসেনজিৎ সাহা
  • দক্ষিণ ২৪ পরগনা ,
  • 02 May 2021,
  • अपडेटेड 8:46 AM IST
  • ভাঙড়ে উদ্ধার বোমা
  • ঘটনার গ্রেফতার ২
  • ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ

ভোট গণনার আগেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার বোমা ও বোমা তৈরির সরঞ্জাম।  গতকাল রাতে অভিযান চালিয়ে ভাঙড়ের একাধিক এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। 

পুলিশ জানিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালায় পুলিশ। সেখানে মাজেরআইট-জিরানগাছা-চালতা বেড়িয়ে এলাকায় অভিযান চালায় কাশিপুর থানার পুলিশ। মাজেরআইটে কলাবাগানের মাঝে কয়েকজন দুষ্কৃতী বোমা বাঁধছিল। পুলিশ সেখানে পৌঁছয়। পুলিশ বোমাগুলি উদ্ধার করে নিয়ে আসে। কাশিপুর থানার আধিকারিক সমরেশ নিজে উপস্থিত থেকে দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করে দুজনকে গ্রেফতার করেন তিনি। 

পাশাপাশি কাশিপুর থানার পুলিশ চালতা বেড়িয়াতেও অভিযান চালায়। সেখানে বোমা বানানোর সামগ্রী ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভোট গণনার আগে রাতে এভাবে ভাঙড়ের বিক্ষিপ্ত এলাকা থেকে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

আরও পড়ুন : ভয়াবহ করোনা! রাজ্যে একদিনেই মৃত ১০৩, আক্রান্ত ১৭৫১২

প্রসঙ্গত, ভোটের সময় থেকেই উত্তপ্ত রাজ্য। প্রথম দফার ভোটের সময় থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গাতেও বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। 

কাশিপুর থানার পুলিশ জানিয়েছে, বোমার পাশাপাশি বোমা উদ্ধারের সামগ্রীও উদ্ধার হয়েছে। কে বা কারা এর সাথে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement