সকাল থেকে ভালোই ভিড় ছিল বিজেপির পার্টি অফিসে। মুরলিধর সেন স্ট্রিটের অফিস বা হেস্ট্রিংস। ২ জায়গাতেই সকাল সকাল কর্মী-সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছিলেন। তবে সেই ছবিটা দ্রুত বদলাতে শুরু করল। বেলা যত বাড়তে থাকল ততই ভিড় কমছে ওই দুই অফিসে।
মুরলিধর সেন স্ট্রিটের অফিসের বাইরে টাঙানো হয়েছিল সামিয়ানা। তখন সকাল সাড়ে সাতটা। কয়েকশো কর্মী-সমর্থক ভিড় জমাতে শুরু করেন সেখানে। অনেকে গেরুয়া আবির হাতেও হাজির হয়েছিলেন। গেরুয়া কার্যকর্তারা কার্যত ধরেই নিয়েছিলেন যে, এবারও তাঁরা রাজ্যের ক্ষমতা দখল করবেনই।
আরও পড়ুন : সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের ৫ আসনে এগিয়ে বিজেপি
সকাল আটটা নাগাদ শুরু হয় গণনা। প্রাথমিক গণনায় বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। কিন্তু, গণনা এগোতেই ছবিটা বদলাতে শুরু করে। দেখা যায়, রাজ্যের একের পর এক আসনে লিড দিচ্ছে ঘাসফুল শিবির। অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি।
টিভির পর্দায় সেই খবর সামনে আসতেই হতাশা দেখা যায় বিজেপি কর্মীদের মধ্যে। অনেকেই পার্টি অফিস ছাড়তে শুরু করেন। বেশ কয়েকজন শীর্ষ নেতা ২ পার্টি অফিসেই উপস্থিত ছিলেন। তাঁরাও চলে যেতে থাকেন।
এক বিজেপির শীর্ষ নেতা বলেন, 'এখনও সময় আছে। দেখা যাক কী হয়। তবে এরকম ফল আমরা আশা করিনি। কী কারণে এমন হল তা পর্যালোচনা করা হবে। এনিয়ে দলে আলোচনা শুরু হয়েছে।'