Advertisement

Agnimitra Paul: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না নেওয়ায় থানায় বিক্ষোভ, অগ্নিমিত্রার বিরুদ্ধে FIR

কোতোয়ালি থানায় অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ। অগ্নিমিত্রা পল সহ ১৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অগ্নিমিত্রা ও বিজেপি কর্মীরা কোতোয়ালি থানায় অশান্তি ছড়ায় এবং বাইরে থেকে থানায় তালা ঝুলিয়ে দেয়। সেই কারণেই অগ্নিমিত্রা সহ ১৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিমিত্রার বিরুদ্ধে FIR পুলিশের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2024,
  • अपडेटेड 12:42 PM IST
  • কোতোয়ালি থানায় অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ। অগ্নিমিত্রা পল সহ ১৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
  • পুলিশ সূত্রে খবর, অগ্নিমিত্রা ও বিজেপি কর্মীরা কোতোয়ালি থানায় অশান্তি ছড়ায় এবং বাইরে থেকে থানায় তালা ঝুলিয়ে দেয়।
  • সেই কারণেই অগ্নিমিত্রা সহ ১৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

কোতোয়ালি থানায় অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ। অগ্নিমিত্রা পল সহ ১৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অগ্নিমিত্রা ও বিজেপি কর্মীরা কোতোয়ালি থানায় অশান্তি ছড়ায় এবং বাইরে থেকে থানায় তালা ঝুলিয়ে দেয়। সেই কারণেই অগ্নিমিত্রা সহ ১৫ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সূত্রের খবর, অগ্নিমিত্রা পল, বিজেপি কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রামনবমী নিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। কিন্তু পুলিশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে রাজি হয়নি। পুলিশ সূত্রে খবর, এরপরেই রেগে যান বিজেপি প্রার্থী। থানাতেই চেঁচামেচি শুরু করেন অগ্নিমিত্রা ও অন্য বিজেপি নেতারা, দাবি পুলিশের। কোতোয়ালি থানার গেটে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। এরপর থানার গেটে তালা ঝুলিয়ে দেন বলেও অভিযোগ।

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অগ্নিমিত্রা পল বলেন, 'গতকাল, তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) মুসলিম ভাইদের উদ্দেশে বলেছিলেন, যারা রামনবমী উদযাপন করে তারা দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করে। তিনি মুসলিম ভাইদের উস্কানি দিয়েছিলেন, যাতে দাঙ্গা হয়। তাই আমরা এখানে FIR করতে এসেছি... ডিউটি ​​অফিসার বললেন যে আমি এফআইআর করতে পারব না, তারপরেই আমরা রাস্তা অবরোধ করি। আধঘণ্টা পরে, আইসি এসে আমাদের অভিযোগ গ্রহণ করেন...'

রাম নবমী ঘিরে বুধবার পূর্ব মেদিনীপুর উত্তপ্ত হয়ে ওঠে। শোভাযাত্রায় সংঘর্ষে ৪ জন আহত হন। বিজেপির অভিযোগ, মিছিলে পাথর ছোড়া হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ।

West Bengal: Ruckus over BJP Neta Agnimitra Paul's complaint against Mamata Banerjee#ITVideo #WestBengal #Politics #Elections #MamataBanerjee | @iindrojit pic.twitter.com/PaQX2XavAd

— IndiaToday (@IndiaToday) April 18, 2024

Advertisement

বিজেপির অভিযোগ, পুলিশ তাদের ৫ কর্মীকে গ্রেফতার করেছে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে যান। দলীয় কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি করেন তিনি। তাঁর নেতৃত্বে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে বেলদা-কাঁথি মহাসড়ক অবরোধ করে রাতভর বিক্ষোভ প্রদর্শন করে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement