Advertisement

'এত হিংসা দেখেও এড়িয়ে যাব?' শীতলকুচি যাওয়ার আগে প্রশ্ন রাজ্যপালের

আজই কোচবিহারের শীতলকুচিতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তা নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে আজ সকালে ফের মুখ খুললেন রাজ্যপাল।

MAMATA
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2021,
  • अपडेटेड 8:05 AM IST
  • সাতসকালে ফের ট্যুইট জগদীপ ধনকড়ের
  • শীতলকুচি সফরের আগে ট্যুইট করলেন ধনকড়
  • সংবনিধান মেনেই কাজ করছেন, বললেন তিনি

আজই কোচবিহারের শীতলকুচিতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তা নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে আজ সকালে ফের মুখ খুললেন রাজ্যপাল। তাঁর প্রশ্ন, 'ভোট হয়েছে ৪ রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে। অথচ হিংসা শুধু পশ্চিমবঙ্গে কেন? আমি যা করছি সংবিধানের নিয়ম মেনেই করছি।' 

আজ সাতসকালে একাধিক ট্যুইট করেন রাজ্যপাল ধনকড়। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে লেখেন, 'রাজ্যে যা হয়েছে তা অনভিপ্রেত। এই সময় একজোট হয়ে কাজ করা উচিত। রাজ্যে ভোট পরবর্তী হিংসা চরম আকার ধারণ করেছে।' 

আরও পড়ুন: পশ্চিমে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, প্রভাব পড়বে বাংলাতেও!

আর একটি ট্যুইটবার্তায় তিনি জানান, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেৃছেন। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যা করছেন তা সংবিধান মেনেই। তাঁর সংযোজন, 'আমরা দুজনই সাংবিধানিক কর্মী। সংবিধানকে রক্ষা করা আমাদের কর্তব্য। আমি নিশ্চিত যে, আপনিও সংবিধানের আধিপত্যকে স্বীকার করবেন। শপথ নিয়ে আপনি সেই প্রতিশ্রুতিই দিয়েছেন। আমরা কোনওভাবেই সংবিধানকে অস্বীকার করতে পারি না।'

রাজ্যপালের আরও বলেন, সাধারণ মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে কি আমরা চোখ বন্ধ করে বসে থাকতে পারি? গণতন্ত্র কি আমাদের এই শিক্ষা দেয়?

প্রসঙ্গত, আজ রাজ্যপালের শীতলকুচি সফর নিয়ে প্রশ্ন তুলে তাঁকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তাঁর অভিযোগ ছিল, প্রোটোকল না মেনে জেলা সফর করছেন রাজ্যপাল। মমতার দাবি, 'রাজ্যপালকে কোনও জেলা সফর করতে হলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন রাজ্যপালের সচিব।' তবে এবার তা করা হয়নি। 
 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement