দুই সন্তান-সহ মা একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির গোপালপুরের নিমতলা গরানকাটি গ্রামে। মৃতদের নাম, রিজিয়া সর্দার ও তাঁর দুই সন্তান রাইহান সর্দার এবং আরিয়ান সর্দার। আত্মহত্যা না খুন তা স্পষ্ট হয়নি।
জানা গিয়েছে, সকালে বছর ২৩-র রিজিরায় ও তাঁর দুই সন্তান ৬ বছরের রাইহান ও ৩ বছরের আরিয়ান সর্দারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শাশুড়ি পড়শিদের খবর দেন। এরপর পুলিশ গিয়ে তিন জনের মৃতদেহ উদ্ধার করে। পাঠানো হয় ময়নাতদন্তে। স্থানীয়দের দাবি, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
পড়শি মহম্মদ ফরিদুল মোল্লা জানান, গতকাল রাতে শাশুড়ির সঙ্গে ঝামেলা হয়েছিল। রাতে আলাদা শুয়েছিল রিজিয়া। সকালে গিয়ে দেখি মৃত অবস্থায় পড়ে রয়েছে। শাশুড়ি-বউ কথা কাটাকাটি হয়েছিল। স্বামী কাজ করে বাইরে। উনি আসছেন।
খবর পেয়ে কুলতলি থানার আইসি থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এই তিনজন।
রিজিয়া সন্তানদের কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যদিও ঘটনায় অন্য কারণও থাকতে পারে। পরিকল্পিতভাবে খুন করাও হতে পারে। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- পোল্যান্ড সীমান্ত পার করতে দিতে হচ্ছে টাকা, লেলিয়ে দেওয়া হচ্ছে কুকুর