Advertisement

'ওঁকে BJP-র সর্বভারতীয় সভাপতি করা উচিত,' হঠাত্‍ দিলীপ-প্রশংসা কেন কুণালের?

কুণাল ঘোষ বলেন,"বিজেপি মানুষ ছাড়া সকলের ওপর নির্ভর করে। শুনলাম জে পি নাড্ডা (J P Nadda) পঞ্চায়েত নিয়ে কথা বলবেন। নিজের রাজ্যে জিততে পারেন না। এখানে আবার পঞ্চায়েত নিয়ে আসবেন"। তৃণমূল মুখপাত্র আরও বলেন, "নাড্ডার পারফরম্যান্স খারাপ। নিজের রাজ্যে দলকে জেতাতে পারেন না। দিলীপ ঘোষের পারফরম্যান্স ভাল। দু'বার ভোটে দাঁড়িয়ে জিতেছেন। বিধানসভায় একবার, লোকসভায় একবার। তাই ওঁনাকে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি করা উচিত"।

কুণাল ঘোষ ও দিলীপ ঘোষ (বামদিক থেকে)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2023,
  • अपडेटेड 8:42 AM IST
  • দিলীপের প্রশংসায় কুণাল
  • বললেন 'পারফরম্যান্স ভাল'
  • জানুন গোটা বিষয়

বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে তুলনা টেনে দিলীপ ঘোষের প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেসের (TNC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এমনকী দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করা উচিত বলেও মনে করেন কুণাল। পাশাপাশি নিশান করেন বিজেপিকেও। 

কুণাল ঘোষ বলেন,"বিজেপি মানুষ ছাড়া সকলের ওপর নির্ভর করে। শুনলাম জে পি নাড্ডা (J P Nadda) পঞ্চায়েত নিয়ে কথা বলবেন। নিজের রাজ্যে জিততে পারেন না। এখানে আবার পঞ্চায়েত নিয়ে আসবেন"। তৃণমূল মুখপাত্র আরও বলেন, "নাড্ডার পারফরম্যান্স খারাপ। নিজের রাজ্যে দলকে জেতাতে পারেন না। দিলীপ ঘোষের পারফরম্যান্স ভাল। দু'বার ভোটে দাঁড়িয়ে জিতেছেন। বিধানসভায় একবার, লোকসভায় একবার। তাই ওনাকে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি করা উচিত"।

প্রশংসা করলেও দিলীপ ঘোষকে ঘুরিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি কুণাল ঘোষ (Kunal Ghosh)। দিলীপের উদ্দেশ্যে কুণাল বলেন, "একটা লোক এত মণি-মাণিক্য ছড়ায়। সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি পার্কে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। ওনার একটা প্রমোশন পাওয়া উচিত, পুরষ্কার পাওয়া উচিত। জগদীপ ধনখড় যদি পেতে পারেন প্রমোশন, তাহলে দিলীপ ঘোষ ঘুম থেকে উঠে এতো পারফর্ম করে কেন পাবেন না"?

এই প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপের সম্পর্ক নিয়েও খোঁচা দেন কুণাল। তিনি বলেন, "শুভেন্দু অধিকারী ওনাকে এত কিছু করেন, তাও দিলীপদা মাথা উঁচু করে বিরোধিতা করেন, পদ খুইয়ে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) আক্রমণ করেন। তাই ওনার প্রমোশন পাওয়া উচিত।" প্রসঙ্গত এর আগেও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhilari) সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানেরও পরোক্ষে সমালোচনা করতে শোনা গিয়েছে দিলীপ ঘোষকে। সেক্ষেত্রে রাজ্য বিজেপির অন্দরে যখন এই ধরনের অন্তর্কলহ দেখা যাচ্ছে, ঠিক সেই সময় কুণালের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজৈনতিকমহল। 

Advertisement

আরও পড়ুন - 'চড় মারলে আপনারাও চার-পাঁচটা দিন', দলীয় কর্মীদের নির্দেশ লকেটের

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement