আত্মসমর্পণকারী ২২০ জন প্রাক্তন মাওবাদী (Maoist)-কে চাকরি দিল রাজ্য সরকার। সোমবার তাঁদের চাকরি দেওয়া হয়। কলকাতার নেতাজী ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ভার্চুয়াল সভার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন।
চাকরির নিয়োগপত্র
মাওবাদী সপ্তাহে রাজ্য সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী মাওবাদীদের প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হল এদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-এর ভার্চুয়াল সভা থেকে ২২০ জন প্রাক্তন মাওবাদী (Maoist)-কে চাকরি দেওয়া হল।
কোন জেলার কত জন
পুরুলিয়ার ১৯ জন প্রাক্তন মাওবাদী-সহ ঝাড়গ্রামের ৮০ জন, পশ্চিম মেদিনীপুরের ১১০, বাঁকুড়ার ১১ জন সহ মোট ২২০ জন আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।
ভার্চুয়াল সভা থেকে
সেই মতো সকাল থেকেই পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রাক্তন মাওবাদীদের মেডিক্যাল পরীক্ষা করা হয়। বিকেলে পুরুলিয়ার জেলাশাসকের দফতর থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি সভায় অংশ গ্রহণ করেন প্রাক্তন মাওবাদীরা। ভার্চুয়ালি সভার শেষে জেলাশাসক ও পুলিশ সুপার আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদীদের চাকরীর নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
ঝাড়গ্রামে থেকে দেবেন তেওয়ারির প্রতিবেদন
আত্মসমর্পণকারী ১২ মহিলা এবং ৬৭ জন পুরুষ মাওবাদীকে চাকরি দেওয়া হল। মোট মোট ৭৯ জন চাকরি পেলেন পুলিশে। রাজ্যের ৪ জেলা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামের প্রাক্তন মাওবাদীদের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল।
এদিন জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হয়। চার জেলার এসপি ও জেলাশাসক রা নিয়োগ পত্র তুলে দিলেন প্রাক্তন মাওবাদীদের হাতে।
বিধানসভা নির্বাচনের আগে জেলার প্রাক্তন মাওবাদীরা আন্দোলন নেমেছিলেন। তাঁদের দাবি-দাওয়া নিয়ে ঝাড়গ্রাম জেলা সহ বেশ কিছু জেলায় বিক্ষোভ দেখিয়ে ছিল জেলাশাসকের কাছে। চাকরি পেয়ে খুশি প্রাক্তন মাওবাদীরা। আগামিকাল, মঙ্গলবার থেকে বিভিন্ন থানায় প্রশিক্ষণ শুরু হবে বলে জানান পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ
দাবি পূরণে বিক্ষোভ
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ঘটনা। মাওবাদী প্যাকেজের দাবি তুলে জেলাশাসক দফতর ঘেরাও করা হয়েছিল। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। পুরুলিয়ার ঘটনা। দাবি পূরণ না হলে ফের মাওবাদী শিবিরে ফিরে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।
হুঁশিয়ারি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘোষণা মতো মাওবাদী প্যাকেজের দাবি তুলে জেলাশাসক দফতর ঘেরাও করে বিক্ষোভ আত্মসমর্পণকারী মাওবাদীদের। এদিন জেলাশাসক দফতরে মাওবাদী প্যাকেজের দাবি তুলে শতাধিক আত্মসমর্পণকারী মাওবাদীরা পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান। পরে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা।
তাঁদের দাবি মানতে হবে। আর তা পূরণ না হলে ফের মাওবাদী সংগঠনে ফিরে যাবেন। এদিন এমনই হুঁশিয়ারি দিলেন তাঁরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়।