Advertisement

'ও আমাদের পুরোনো ছেলে', মুকুল ফিরতেই 'Old is Gold' বার্তা মমতার

'Old is Gold'- মুকুল রায় ফিরতেই এই বার্তা .দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা ও মুকুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jun 2021,
  • अपडेटेड 6:18 PM IST
  • মুকুলকে ঘরের ছেলে বললেন মমতা
  • তৃণমূলে ফিরে ভালো লাগছে, বললেন মুকুল

'Old is Gold'- মুকুল রায় ফিরতেই এই বার্তা .দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুকুল রায় তৃণমূলে যোগ দেন। তাঁর ছেলে শুভ্রাংশুও পুরোনো দলে ফিরে যান। তৃণমূলে যোগ দেওয়ার আগে মমতার সঙ্গে বৈঠক করেন মুকুল। 

এরপর মুকুলকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল বলেন, 'বিজেপি-তে থাকতে পারব না, ওই দলটা করতে পারব না বলেই বিজেপি ছেড়েছি। তৃণমূল আমার পুরোনো দল। এখানে এসে ভালো লাগছে। পুরোনো পুরোনো ছেলেদের দেখছে পাচ্ছি।' 

সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেন, মুকুলকে দলে নেওয়ায় কতটা লাভ হল তৃণমূলের? এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুকুল আমাদের পুরোনো পরিবারের ছেলে।' কেন এমন মন্তব্য করলেন তৃণমূল নেত্রী? রাজনৈতিক মহলের একাংশের মতে, মুকুল রায় দলে ফেরায় তাঁদের যে আখেরে লাভ একথা ভালো মতোই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। Old is Gold- এই বার্তায় যেন দিতে চেয়েছেন তিনি। 

আরও পড়ুন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে ফিরলেন মুকুল

তবে তৃণমূল দল কতটা  শক্তিশালী হল সেই প্রশ্নের উত্তরে মমতা বলেন, 'মানুষের রায়ে আমরা ক্ষমতায় এসেছি। এটা তো অ্যাচিভমেন্ট। আপনারা তা জানেন। আর মুকুলকে সেসময় ধমকে-চমকে, এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে গিয়েছিল বিজেপি। ওর উপরেও অত্যাচার কম হয়নি। আমি মনে করি,  মুকুল এখানে আসাতে ও নিজে মানসিক শান্তি পেল। ও হয়তো মুখে বলতে পারছিল না। আসলে বিজেপির ক্ষমতায় যারা আছে, তাদের নিষ্পেষণ এত বেশি যে সেই দলে থাকা যায় না।' 

 Old is Gold-এই বার্তা দিয়েছেন মমতা। এখন দেখার আরও কোন কোন পুরোনো নেতাকে দলে ফেরান মমতা বন্দ্যোপাধ্যায়।  

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement