Advertisement

North Bengal Tourism : 'COVID বিধি মেনে পাহাড়-ডুয়ার্সে আসুন,' প্রচারে পর্যটন ব্যবসায়ীরা

করোনার কারণে গত ২ বছর ধরে এমনিতে লোকসানের মুখে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। তবে গতবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বেড়েছিল পর্যটকদের। কিন্তু আচমকাই করোনার (Corona) নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের (Omicron) আতঙ্ক দেশজুড়ে শুরু হতে বেশকিছু বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার। ফলে গতমাসে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিকে ফের বন্ধ করে দেওয়া হয়। যার জেরে আবারও মুখ থুবড়ে পড়ে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড পর্যটন শিল্প। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে রাজ্য সরকার। সেই মতো ৭৫% পর্যটক নিয়ে পর্যটনকেন্দ্রগুলিকে খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

প্রতীকী ছবি
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 01 Feb 2022,
  • अपडेटेड 4:57 PM IST
  • পর্যটন কেন্দ্রগুলি খোলার ঘোষণা রাজ্যের
  • মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ট্যুর অপারেটরদের
  • পর্যটকদের পাহাড়মুখী করতে শুরু হবে প্রচার

পর্যটনকেন্দ্রগুলি খোলার ঘোষণা করেছে রাজ্য সরকার। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাহাড়ে পর্যটকদের ফেরাতে এবার রাজ্য সরকারের সঙ্গে প্রচারে নামার কথা ভাবছে পর্যটন ব্যবসায়ীদের সংগঠন এইচএইচটিডিএন। পাশাপাশি কোভিড বিধি মেনে যাতে পর্যটকরা পাহাড়ে যান সেই বার্তাও দিচ্ছেন ট্যুর অপারেটররা। রাজ্যে সরকারের এই ঘোষণায় উত্তরবঙ্গের পর্যটন (North Bengal Tourism) শিল্প আবারও ছন্দে ফিরবে আশাবাদী ব্যবসায়ীরা।

করোনার কারণে গত ২ বছর ধরে এমনিতে লোকসানের মুখে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। তবে গতবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বেড়েছিল পর্যটকদের। কিন্তু আচমকাই করোনার (Corona) নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের (Omicron) আতঙ্ক দেশজুড়ে শুরু হতে বেশকিছু বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার। ফলে গতমাসে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিকে ফের বন্ধ করে দেওয়া হয়। যার জেরে আবারও মুখ থুবড়ে পড়ে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড পর্যটন শিল্প। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে রাজ্য সরকার। সেই মতো ৭৫% পর্যটক নিয়ে পর্যটনকেন্দ্রগুলিকে খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার জেরে আবারও উত্তরবঙ্গের পর্যটনশিল্প ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। যদিও বছরের এই সময়টা পর্যটকের সংখ্যা অনেকটাই কম থাকে, কিন্তু এবছর বিধিনিষেধের কারণে পাহাড় একেবারে পর্যটকশূন্যই বলাই চলে। পর্যটনকেন্দ্রগুলি খুলে যাওয়ায় পর্যটকরা ফের পাহাড়মুখী ববেন বলে আশাবাদী ট্যুর অপারেটরা। তাই পর্যটকদের আবারও পাহাড়মুখী করতে এবার প্রচারে নামার সিদ্ধান্ত পর্যটন ব্যবসায়ীদের সংগঠন এইচএইচটিডিএন-এর।

প্রতীকী ছবি

হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের (এইচএইচটিডিএন) সম্পাদক সম্রাট সান্যাল বলেন, 'রাজ্য সরকার পর্যটনকেন্দ্রগুলিকে কোভিড (Covid 19) স্বাস্থ্যবিধি মেনে খুলে দিয়েছে, এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এর ফলে আবারও পর্যটনশিল্প ঘুরে দাঁড়াতে পারবে বলে আমরা আশাবাদী।' একইসঙ্গে রাজ্য সরকারের পর্যটন দফতরের সঙ্গে তাঁরাও সংগঠনগতভাবে পর্যটকদের পাহাড়ে ফেরাতে প্রচার চালাবেন বলে জানান তিনি।

Advertisement
প্রতীকী ছবি

পাশাপাশি ইস্টার্ন হিমালয় ট্র্যাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র বলেন, 'আবার পর্যটন কেন্দ্রগুলি খুলে যাওয়ায় এই শিল্প কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। ইতিমধ্যে পর্যটকরাও খোঁজখবর নেওয়া শুরু করেছেন। আশা করছি পাহাড়ে আবার পর্যটকদের ভিড় বাড়বে।'

আরও পড়ুন'কাঁচা বাদাম' এবার মার্কিন মুলুকে, বাংলা গানে নেচে ভাইরাল এই ব্যক্তি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement