Advertisement

TMC Star campaigners: দেব-মিমি-নুসরত-বাবুল, সাঘরদিঘিতে তারকা প্রচারকে ছয়লাপ TMC-র

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি।রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। এরমাঝেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়েই রাজ্য রাজনীতিতে উত্তাপ চড়ছে। মাত্র একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তারকা প্রচারকদের তালিকাও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ রয়েছে ৪০ জন নেতা-নেত্রীর নাম।

সাগরদিঘি ধরে রাখতে মরিয়া TMC
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2023,
  • अपडेटेड 10:22 AM IST

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি।রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। এরমাঝেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়েই রাজ্য রাজনীতিতে উত্তাপ চড়ছে। মাত্র একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তারকা প্রচারকদের তালিকাও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ রয়েছে ৪০ জন নেতা-নেত্রীর নাম।

সাগরদিঘি বিধানসভা কেন্দ্র ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র থেকে জিতেছিল তৃণমূল। ঘাসফুলের বিধায়ক সুব্রত সাহা মন্ত্রীও হয়েছিলেন। তাঁর মৃত্যুতেই উপনির্বাচন হচ্ছে এই কেন্দ্রে। সেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। অন্য দিকে কংগ্রেস এই উপনির্বাচনে প্রার্থী করেছে ব্যারন বিশ্বাসকে। তিনি ধুলিয়ানের বাসিন্দা। সাগরদিঘি উপনির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিলীপ সাহা। তিনিই আজ মনোনয়ন জমা দেবেন।

সাগরদিঘিতে তৃণমূলের তারকা প্রচারকের তালিকা 
 সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে।  এই কেন্দ্র ধরে রাখতে মরিয়া ঘায়ফুল শিবির। প্রচারেও কোনও খামতি রাখতে চাইছে না  শাসক দল। সে জন্যই তারকা প্রচারকের তালিকায় ৪০ জনের নাম রেখেছে তৃণমূল।  তালিকায় প্রথমেই রয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এর পর রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তারপর একে একে নাম এসেছে  সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়,  ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, শতাব্দি রায়, গুলাম রব্বানি, মিমি চক্রবর্তী, জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাঁসদা, অদিতি মুন্সি, আবু তাহের খান, দেব, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শান্তনু সেন, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, সোহম চক্রবর্তীর। জানা যাচ্ছে সাগরদিঘিতে প্রচারে যেতে পারেন বাবুল সুপ্রিয়, নুসরত জাহান, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়ের মতো তারকা প্রচারকদের। রয়েছে দেবাংশু ভট্টাচার্যের নামও।

Advertisement

আজ মনোনয়ন জমা দেবেন সাগরদিঘির বিজেপি প্রার্থী 
ইতিমধ্যেই ওই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল এবং বিজেপি। বামেদের সমর্থন নিয়ে ওই কেন্দ্রে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। সাগরদিঘি  কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি। তার একদিন আগেই  সোমবার সাগরদিঘি উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা। সোমবার বেলা ১টায় মনোনয়ন জমা দেবেন তিনি। সাগরদিঘি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে তিনি মনোনয়ন জমা দিতে যাবেন। এর আগে তৃণমূলের প্রার্থী হয়ে একবার ভোটে হেরেছিলেন দিলীপ সাহা। তিনি হেরেছিলেন বামেদের কাছে।  ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের নবগ্রাম কেন্দ্র থেকে ঘাসফুল প্রতীকে ভোটে লড়েছিলেন দিলীপ। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement