Advertisement

Asansol Lok Sabha By Election 2022 : 'উনি এখনও রাজনীতিতে আছেন'? মিঠুনকে খোঁচা শত্রুঘ্নর

আগামী ১২ তারিখ হতে চলেছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন (Asansol Lok Sabha By Election 2022)। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে ভিডিও বার্তা দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অগ্নিমিত্রাকে জেতানোর আবেদনও জানিয়েছেন তিনি। আর মিঠুনের সেই ভিডিও বার্তা সম্পর্কেই এদিন শত্রুঘ্ন সিনহাকে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন তিনি। 

মিঠুন চক্রবর্তী ও শত্রুঘ্ন সিনহা (বামদিক থেকে)
অনিল গিরি
  • আসানসোল,
  • 03 Apr 2022,
  • अपडेटेड 4:38 PM IST
  • অগ্নিমিত্রার হয়ে ভিডিও বার্তা মিঠুনের
  • পালটা খোঁচা শত্রুঘ্নর
  • সমালোচনায় সরব অগ্নিমিত্রা

"মিঠুন চক্রবর্তী এখনও রাজনীতিতে আছেন? ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি"। আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে ভিডিও বার্তা দেওয়ার প্রেক্ষিতে এভাবেই মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করলেন সেখানকার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Satrughna Singha)। অন্যদিকে শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যের সমালোচনা করেছেন অগ্নিমিত্রা পল। 

আগামী ১২ তারিখ হতে চলেছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন (Asansol Lok Sabha By Election 2022)। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে ভিডিও বার্তা দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অগ্নিমিত্রাকে জেতানোর আবেদনও জানিয়েছেন তিনি। আর মিঠুনের সেই ভিডিও বার্তা সম্পর্কেই এদিন শত্রুঘ্ন সিনহাকে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন তিনি। 

তবে শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যকে ভালভাবে নেননি অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তিনি বলেন, "শত্রুঘ্ন সিনাহ মহাশয় যে এত তাড়াতাড়ি তৃণমূলের সংস্কৃতি রপ্ত করে নিয়েছেন তা দেখে ভাল লাগল। তৃণমূলের যে সংস্কৃতি, সামনের মানুষটিকে ছোট করা, অবজ্ঞা করা, সেটা এতো তাড়াতাড়ি রপ্ত করে নিতে পারবেন জানতান না। মিঠুনদাকে ছোট করছেন, কিন্তু বগটুইতে এতবড় ঘটনা হল, এতগুলি মানুষকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হল। আপনার দলের কিছু নেতৃত্ব তারমধ্যে জড়িত। কিন্তু সেটা নিয়ে আপনার মুখ থেকে কোনও বক্তব্য পেলাম না।" 

একইসঙ্গে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিজের 'দাদা' বলে সম্মোধন করে অগ্নিমিত্রা পল বলেন, "দাদার আশীর্বাদ নিয়ে ভোটের লড়াইতে নেমেছি। দাদার খুব ইচ্ছা ছিল প্রচারে আসার। কিন্তু দাদার শরীরটা খুব খারাপ। আগের জন্মে বোধহয় খুব পুণ্য করেছিলাম যে এইরকম মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি।" প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে এরাজে বিজেপির তারকা প্রচারকদের অন্যতম ছিলেন মিঠুন চক্রবর্তী।    

আরও পড়ুনমহিলাদের তুলনায় পুরুষদের গরম কেন বেশি লাগে? কারণ জানলে অবাক হবেন

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement