Advertisement

এক বছরের মধ্যেই ঝালদায় উলটপুরাণ, আস্থাভোটে পুরবোর্ড হাতছাড়া TMC-র

হাইকোর্টের (High Court) নির্দেশে, সোমবারই অনুষ্ঠিত হয় পুরুলিয়ার ঝালদা পুরসভার আস্থা ভোট। যার জেরে গোটা ঝালদা শহরজুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনীও (Police)। ঝালদা পুরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।  

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • ঝালদা,
  • 21 Nov 2022,
  • अपडेटेड 8:56 PM IST
  • ঝালদায় তৃণমূলকে টেক্কা কংগ্রেসের
  • পুরবোর্ড হাতছাড়া তৃণমূলের
  • ২ নির্দল কাউন্সিলরের সমর্থন

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে পুরুলিয়ায় ধাক্কা তৃণমূলের। ঝালদা পুরসভা (Purulia Jhalda Municipality) হাতছাড়া হল ঘাসফুল শিবিরের। আস্থা ভোটে তৃণমূলকে টেক্কা দিল কংগ্রেস। হাত শিবিরকে সমর্থন ২ নির্দল কাউন্সিলরের। তলবি সভায় তৃণমূলের কোনও কাউন্সিলরের উপস্থিতি এদিন চোখে পড়েনি। পঞ্চয়েত নির্বাচনের আগে এই ফলাফল কংগ্রেসকে নতুন করে অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিমহল।

হাইকোর্টের নির্দেশে আস্থা ভোট
হাইকোর্টের (High Court) নির্দেশে, সোমবারই অনুষ্ঠিত হয় পুরুলিয়ার ঝালদা পুরসভার আস্থা ভোট। যার জেরে গোটা ঝালদা শহরজুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনীও (Police)। ঝালদা পুরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।  

এর আগে, গত ১৩ অক্টোবর পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন বিরোধী কাউন্সিলররা। বিরোধীদের তলবি সভা ডাকা নিয়ে শুরু হয় চাপানউতোর। যার জেরে মামলা গড়ায় হাইকোর্টে পর্যন্ত। এরপর আদালতের নির্দেশেই সোমবার ঝালদা পুরসভায় তলবি সভা ও আস্থা ভোটের আয়োজন করা হয়। নিহত তপন কান্দুর স্ত্রী কংগ্রেস পূর্ণিমা কান্দুর (Purnima Kandu) বাড়িতে জড়ো হন দলের বাকি কাউন্সিলররা। এরপর সেখান থেকেই দল বেঁধে পুরসভায় যান তাঁরা। 

গত মার্চে খুন হন তপন কান্দু
প্রসঙ্গত, পুরুলিয়ার ঝালদায় ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী তপন কান্দু (Tapan Kandu)। তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে ১২৭ ভোটে হারিয়েছিলেন তিনি। এরপর গত ১৩ মার্চ খুন হন তপন কান্দু। সঙ্গীদের সঙ্গে হাঁটতে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি। ফলত ওই আসনে উপনির্বাচন হয়। উপনির্বাচনে ওই আসনে কংগ্রেসের (Congress) টিকিটে লড়ে জয়ী হন তপনের ভাইপো মিঠুন কান্দু। তবে সেই সময় ওই আসন ধরে রাখতে পারলেও বোর্ড গড়তে পারেনি কংগ্রেস। কিন্তু এদিনের আস্থা ভোটে তৃণমূলের (TMC) হাত থেকে বেরিয়ে যায় ঝালদা পুরসভা। 

Advertisement

আরও পড়ুন - কামালগাজির কারখানার গ্যাস লিক বন্ধ, চলছে কুলিং ডাউন প্রসেস

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement