Advertisement

PM Modi Idol: হাতে গীতা, মায়ের স্নেহে PM Modi, মোমের মূর্তি বানিয়ে তাক লাগালেন বাঙালি ভাস্কর

পরনে নীল রঙের পাঞ্জাবি, সাদা পাজামা। চোখে সেই চশমা। গালে সেই চেনা দাড়ি। হাতে রাখা গীতা। এ যেন অবিকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অবতারেই বসে রয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পাশেই বসে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। তাঁর পরনে সাদা রঙের শাড়ি। এমনভাবে দু'জনে বসে যেন,  পুত্র মোদীর সঙ্গে কথায় মশগুল রয়েছেন হীরাবেন। তবে এ কোনও ছবি নয়। মোমের মূর্তি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোমের মূর্তি।
শঙ্খ দাস
  • কলকাতা,
  • 07 Dec 2024,
  • अपडेटेड 8:00 PM IST
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মা হীরাবেন মোদীর এমন মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলার ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়।
  • আসানসোলের ওই বিশিষ্ট ভাস্কর্য শিল্পীর এই মূর্তির ছবি প্রকাশ্যে এসেছে।
  • জানা গিয়েছে, জয়পুর ওয়াক্স মিউজিয়ামে রাখা হবে মোদী ও তাঁর মায়ের এই মোমের মূর্তি।

পরনে নীল রঙের পাঞ্জাবি, সাদা পাজামা। চোখে সেই চশমা। গালে সেই চেনা দাড়ি। হাতে রাখা গীতা। এ যেন অবিকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অবতারেই বসে রয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পাশেই বসে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। তাঁর পরনে সাদা রঙের শাড়ি। এমনভাবে দু'জনে বসে যেন, পুত্র মোদীর সঙ্গে কথায় মশগুল রয়েছেন হীরাবেন। তবে এ কোনও ছবি নয়। মোমের মূর্তি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মা হীরাবেন মোদীর এমন মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলার ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। আসানসোলের ওই বিশিষ্ট ভাস্কর্য শিল্পীর এই মূর্তির ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। 

জানা গিয়েছে, জয়পুর ওয়াক্স মিউজিয়ামে রাখা হবে মোদী ও তাঁর মায়ের এই মোমের মূর্তি। এই প্রসঙ্গে সুশান্ত জানান, প্রধানমন্ত্রীর ভাস্কর্য অনেকদিন আগেই তৈরি করেছিলেন তিনি।পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়েরও মূর্তি তৈরি করেছিলেন। তবে রাজস্থানের জয়পুর ওয়াক্স মিউজিয়ামে গিয়ে এই দুটি ভাস্কর্যের  কিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করে দিয়ে এসেছেন তিনি। শীঘ্রই ভাস্কর্য দুটি জয়পুর ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

 আসানসোল মহিশিলার বাসিন্দা ভাস্কর্য শিল্পী সুশান্ত এর আগেও বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তাক লাগিয়েছেন। সেই তালিকায় একদিকে যেমন রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেণ্ডুলকর , মারাদোনা, তেমনি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য-য় সহ রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্ব।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement