শুভেন্দুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের 'উৎসবে ফিরুন' মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া কংগ্রেস নেতৃত্ব অধীর রঞ্জন চৌধুরীর। বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীর পিশাচের নৃত্য দেখতে ভালো লাগে হয়তো। নিজের মানবিকতার কথা বলে পাশবিকতার পরিচয় দিচ্ছেন। যারা ধর্ষক তাদের মূর্তি বাড়িতে বসিয়ে পুজো করুন, মানাবে আপনাকে।’ পাশাপাশি পশ্চিমবঙ্গের পুজো কমিটিগুলির উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজ্যের পূজো উদ্যোক্তাদের এই সরকারি চাঁদা নেওয়া উচিত নয়। আমি তাঁদের কাছে আবেদন করব বিনয়ের সঙ্গে ফেরত দিন। এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গাকে অপমান করা। বাড়ির মা-বোনেদের কথা একবার ভাবুন।’