১৮ মাস পর গত মঙ্গলবার বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তিহাড়ে বন্দি ছিলেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, এবার কী তিনি স্বমহিমায় রাজনীতির ময়দানে ফিরবেন ? এদিন নীচুপট্টির বাড়িতে পার্টি অফিসে সব উত্তর দিলেন কেষ্ট। জানালেন, কালীপুজোর পর থেকেই সক্রিয় ভাবে ময়দানে নেমে পড়বেন। এরপরেই ভাবুক হয়ে মেয়ে সুকন্যা মণ্ডলের প্রসঙ্গ টানলেন অনুব্রত। বললেন, 'আমার মেয়ে, আমার সন্তান, তাকেও ১৬ মাস জেল খাটানো হয়েছে। সে তো নেতা নয়, সাধারণ বাড়ির মেয়ে। আমি হয়তো এমন কিছু অন্যায় করেছি, পাপের শাস্তি পেয়েছি।' মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সবাই মিলে একসঙ্গে কাজ করারও বার্তা দিলেন তিনি।