আসানসোলে বিজেপির সদস্যতা অভিযানে অংশ নিলেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে আসানসোলের মুর্গাসোল মোড়ের সদস্য সংগ্রহ অভিযানে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা। আর এখান থেকেই ট্যাব দুর্নীতি নিয়ে ফের একবার তৃণমূলকে কাঠগড়ায় তুললেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন, “গরিব বাড়ির ছেলে মেয়েদের লোভ দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি, ট্যাব দেব। এদিকে টাকা চলে গেল। কিন্তু যারা পাওয়ার তারা পেল না, টিএমসি নেতারা পেয়ে গেল। এটাই মমতা ব্যানার্জির চমৎকার। টাকা যে পায় সেও জানতে পারেনা, যে দেয় সেও জানতে পারে না। টাকা গায়েব হয়ে যায়।” পাশাপাশি উপনির্বাচনের বিজেপি ভালো ফল করবে বলেও দাবি করেন তিনি।