"জয় শ্রীরাম স্লোগান কে শুনেছে ? আমরা জানি না মিডিয়া দেখিয়েছে চোর চোর স্লোগান উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি জোয়ার করতে যাচ্ছেন, এত রাত্রে কেন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন ? জঙ্গলমহলের মানুষ শান্তিপ্রিয়। কোনও সুস্থ মানুষ রাত্রেবেলা ওখানে বেরোয় না। গাড়ি ভাঙাটা পশ্চিমবঙ্গের রাজনীতির পরম্পরা।” অভিষেকের যাত্রা পথে শালবনীতে কুড়মিদের বিক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী যান জঙ্গলমহলে, ১ পয়সার কাজ করেননি। আর কালীঘাটে এসে বলেন জঙ্গলমহল হাসছে। ওনারও তাঁর যোগ্য জবাব পাওয়ার দিন এসে গেছে।” অন্যদিকে মুখ্যমন্ত্রীর খাদিকুল সফর নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “উনার লোকেরা বোমার কারখানা করবে, বোমা ফাটিয়ে লোককে মারবে। আর উনি প্যাকেজ দেবেন। এই প্যাকেজ কতদিন চালাবেন ? কেন ওই বোমার কারখানাগুলো বন্ধ করছেন না। বোমা সাপ্লাইয়ের হাফ হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আমি যখন আফগানিস্তান বলি তখন ববি হাকিমের খুব কষ্ট হয়, আফগানিস্তান-সিরিয়া সবই পশ্চিমবঙ্গে হয়ে গেছে। আপনাদের অত্যাচার শোষণে মানুষ অতিষ্ঠ। তাই মানুষ প্রতিক্রিয়া দিচ্ছে।”