পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজ সকাল সাড়ে ১১টা নাগাদ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৩ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা উপকূলের পুরী এবং পশ্চিমবঙ্গ উপকূলের সাগরদ্বীপের মাঝামাঝি কোনও জায়গা দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ ভোরের মধ্যে। এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, দমকা ১২০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর প্রভাবে আগামী ২৩ তারিখ থেকেই পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর আগামী ২৪ ও ২৫ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলির কিছু অংশে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও সতর্কতা থাকছে।সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস।