বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অবশেষে পরিণত হল ঘূর্ণিঝড়ে। আগামী ২৪ ঘন্টায় এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে 'দানা'। এর প্রভাবে আজ সন্ধ্যে থেকেই আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শুরু হবে ভারী বৃষ্টি। তবে বেশি বৃষ্টিপাত হবে আগামী ২৪ ও ২৫ তারিখ। আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম কলকাতা হাওড়া ও হুগলিতে। পাশাপাশি অত্যন্ত ভারী বৃষ্টিপাত অর্থাৎ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। এরপর আগামী ২৫ তারিখও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়াতে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস।