রবিবার অর্থাৎ আজ মধ্যরাতেই বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিম অংশে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। এবং বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়েই স্থলভাগে প্রবেশ করবে এটি। মোটামুটি গোটা বাংলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি থাকছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি থাকছে। বাকি জেলাগুলির দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে নদিয়া এবং মুর্শিদাবাদের দু এক জায়গায়। এবং বীরভূম, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি জেলা গুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে আজ দুই ২৪ পরগনায় ১০০ থেকে ১১০ কিলোমিটার এবং হাওড়া, হুগলি, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সর্তকতা থাকছে। বাদবাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৪ দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ২৩ থেকে আগামী ২৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।