বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্ত থাকার কারণে মেঘলা আকাশ থাকবে আগামী চারদিন। সপ্তমীতেই দক্ষিণের জেলার অধিকাংশ স্থানে মাঝারি বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বীরভূমেও দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অষ্টমীতে, ৩ তারিখ দক্ষিণের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। নবমী, ৪ তারিখ দক্ষিণের জেলার অনেক জায়গায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস।