মালদায় প্রথা মেনে এখনও পুজো করা হয় হিন্দু মুসলিম সম্প্রীতির সাড়ে তিনশ বছরের গোবরজোনার কালী। কথিত আছে শুরুতে এটি ছিল ডাকাতদের পুজো। পরে পরিবর্তন হয়ে তা হয়ে দাঁড়িয়েছে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের পুজো। পুরনো প্রথা মেনে এবারও হতে চলেছে গোবরজোনার কালীপুজো। কার্তিক মাসের অমাবস্যার পূণ্য তিথিতে এই পুজো হয়ে থাকে। হিন্দু সম্প্রদায় ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেন।