গতকালকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া আন্দামানে বিরাজ করছে। আগামী ৬ ঘন্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে আগামী ৮ তারিখে ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হবে। বর্তমানে এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে রয়েছে। আগামী ১০ তারিখ সন্ধ্যা পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে গিয়ে অন্ধ্র-উড়িষ্যা উপকূলের কাছাকাছি থাকবে। তারপর ১০ তারিখ সন্ধ্যেবেলা আবার অভিমুখ পরিবর্তন করে উড়িষ্যা উপকূলের দিকে যাবে। পরবর্তীকালে এর গতিপথ আবারও পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের ১০ তারিখ থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ১১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং ১০ তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়বে। পাশাপাশি বৃষ্টির কারণে আগামী ৪৮ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কিছুটা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘন্টা উপরের ৫ টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।