এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি রয়েছে। এটি আগামী ২০ তারিখ নাগাদ কিছুটা পশ্চিম দিকে এসে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব মূলত ওড়িশার উপরেই থাকবে, সামান্য প্রভাব দক্ষিণবঙ্গের ওপরেও পড়বে। এ কারণে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। আগামী ২০ ও ২১ তারিখ উপকূলের জেলাগুলি অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন চার দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২২ তারিখের পর দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২১ ও ২২ তারিখ মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।