তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অব্যাহত অসন্তোষ। নিচু থেকে উপর মহল প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ একের পর এক তৃণমূল কর্মীদেরই। এই একই কারণে এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের নিশানায় তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায়। এদিন কামারহাটির একটি সভা থেকে নাম না করে সৌগত রায়কে আক্রমণ করে মদন মিত্র বলেন, “তৃণমূলের সবচেয়ে বেশি কেউ যদি তৃণমূলের ক্ষতি করে থাকে তাহলে ওই ভদ্রলোক। দিনের পর দিন ছোট করেছেন দলকে। দলের কর্মীদের সাথে কুকুর-বিড়ালের মত ব্যবহার করেন। ক্রিমিনালদের নিয়ে গাড়িতে চড়েছেন তাদের বাড়িতে খাচ্ছেন শুচ্ছেন।”