এবার আকাশেও 'জাস্টিস ফর আরজি কর'। বিশ্বকর্মা পুজোয় এবার পেটকাটি, চাঁদিয়ালের সঙ্গে উড়বে কালো ঘুড়ি। আরজি কর-কাণ্ডে সুবিচার চেয়ে এই ধরনে ঘুড়ি বিকোচ্ছে। যার কোনওটার গায়ে লেখা, 'Justice For RG Kar', কোনওটায় আবার অরিজিতের গানের লাইন, 'আর কবে? Bangla.aajtak.in-এর প্রতিনিধি জাগৃক দে-র বিশেষ প্রতিবেদন।