নিম্নচাপটি সরে গিয়ে এখন মধ্যপ্রদেশে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশার পরে দীঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটি। আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টি কমবে। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।