আগামী ২২ তারিখ নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। এরপর এটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে আগামী ২৪ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে কেন্দ্রীভূত হতে পারে। আগামী ২৪ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী সোম ও মঙ্গলবার রাজ্যের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা হওয়ার সতর্কতা থাকছে। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদাতে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।