গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জায়গাতেই বৃষ্টি হয়েছে, এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে আপাতত এই বৃষ্টি জারি থাকবে। আগামী ১২ এবং ১৩ তারিখ ওপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আগামী ১৫ তারিখের পর উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আজ ও আগামীকাল মূলত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। দুই বঙ্গেই তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন এই মুহূর্তে নেই। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়