ক্ষণিক স্বস্তি, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি আমাদের রাজ্যে আগামী ৫ দিন তাপমাত্রা বাড়ার সতর্কতাও নেই। তবে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহের কমলা সর্তকতা থাকছে, তবে উপকূল এবং পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে তীব্র তাপপ্রবাহের লাল সর্তকতা জারি থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে, প্রায় সমস্ত জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুরের ক্ষেত্রে তীব্র তাপপ্রবাহের লাল সর্তকতা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সর্তকতা জারি থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।