এই মুহূর্তে আমাদের রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে যে হাওয়া প্রবেশ করছে, তা শীতল নয়। যে কারণে আমাদের রাজ্যের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি চলছে। আজ থেকে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সেরকম কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ৫ ও ৬ তারিখ পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কেবলমাত্র দার্জিলিংয়ে আগামী ৫ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে আগামী শুক্রবারের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। তবে আগামী ১০ তারিখের পর থেকে ফের দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা থাকবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।