আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সঙ্গে ঘণ্টায় ৩২ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এরপর মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ কাল ও পরশু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বেশ কিছু জেলায়, সঙ্গে দমকা হওয়ারও প্রভাব থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ফের ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। এবং আগামী পয়লা এপ্রিল থেকে পশ্চিমের জেলা বিশেষত পুরুলিয়া এবং বাঁকুড়াতে ৪০ ডিগ্রি পৌঁছতে পারে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এটি পরবর্তীতে বাড়তে পারে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।