আজ নির্ধারিত সময়ের তিন দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মালদ্বীপ, কোমরিন এলাকা, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় প্রবেশ করেছে। পাশাপাশি আগামী ২২ তারিখ নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লো প্রেসার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আগামী ২৪ তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে পরবর্তীতে এর গতিপথ কি হবে তা এখনও স্পষ্ট নয়। আগামী ৭দিন দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া সম্ভাবনা থাকছে। আজ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, কেবলমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সতর্কতা থাকছে। আগামীকাল অর্থাৎ ২০ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে বেশ কিছু জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। পাশাপাশি কাল বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহেরও সতর্কতা থাকছে। এরপর আগামী ২১ ও ২২ তারিখও রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গে দমকা হওয়ার প্রভাব থাকবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।