আগামী ৫ থেকে ৯-ই অক্টোবর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ১০ থেকে ১৩ই অক্টোবর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলারই কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অর্থাৎ দুর্গাপুজোর সময় ভারী বৃষ্টির বিশেষ কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি আজ অর্থাৎ ২৭ তারিখ থেকে থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমবে। আবার ১লা অক্টোবর থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।