এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাটি আমাদের রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি দৃষ্টি চলবে। তবে বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আজ। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজ সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে কম থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে আগামী ২-৩ দিন। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস।