এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকাতে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। আজ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। বাকি সব জেলাতেই কমবেশি ভারি বৃষ্টিপাত চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।