আগামীকাল ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার প্রভাবে আগামী ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ২৩ ও ২৪ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগের দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টা পর থেকে দুই বঙ্গেই তাপমাত্রা সামান্য কিছুটা কমবে। কলকাতার ক্ষেত্রেও আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।