দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পরিস্থিতির আগামী ৭ দিন বিশেষ কিছু পরিবর্তন নেই। গতকাল ও আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার কারণে তাপমাত্রা কিছুটা থাকলেও, ফের কাল থেকে বাড়বে তাপমাত্রা। আগামী ২৩ তারিখ উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আগামী ২৪ তারিখ তীব্র তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায়। এবং আগামী ২৫ থেকে ২৭ তারিখ বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে তীব্র তাপপ্রবাহ জারি থাকবে। আগামীকাল থেকে কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে, মালদা ও দুই দিনাজপুরে আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।