পূজোয় ভাসতে পারে বাংলা। পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। ফলে আগামী ২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ থেকে আগামী ১ তারিখ পর্যন্ত আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে আগামী ২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৮ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ৪ ও ৫ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।