আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় ওপরের পাঁচটি জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী চার দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুই বঙ্গের ক্ষেত্রেই আপাতত তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী চার-পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।