আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রারও বিশেষ কিছু পরিবর্তন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পং ছাড়া বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী ৩১ থেকে ২ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি এবং পাহাড়ের উচ্চতম স্থানগুলিতে তুষারপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। এমনটাই জানালেনা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।